নাটোরের লালপুরে ২২-২৩ অর্থ বছরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালী ও ফিতা কাটার মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
এসময় লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুজ্জামান প্রমুখ।
মেলায় মোট ১৬টি ষ্টলে বিভিন্ন কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পরে অতিথিরা মেলার এসকল ষ্টল ঘুরে দেখেন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।