প্রকাশ: ১৫ নভেম্বর ২০২২, ২৩:৫৯
ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে ও সরিষা তেল উৎপাদনে স্বয়ংসম্পুর্নতা অর্জনে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্ভুদ্ধ করতে ২০২২-২০২৩ অর্থ বছরের রবি শস্য মৌসুমে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার প্রান্তিক পর্যায়ের ২৫শ কৃষক কৃষানীদের মাঝে বিনামুল্যে সরিষার সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা ও মোকলেদা খাতুন তাদের মাঝে এসব সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরন করেন।
প্রণোদনা হিসেবে দেওয়া হয় ১০০০ কৃষককে সরিষা, ৩'শ কৃষকের মধ্যে সূর্যমুখী, ৪'শ কৃষকের মধ্যে খেসারী, ২'শ কৃষকের মধ্যে পেঁয়াজ, ২'শ কৃষকের মধ্যে সয়াবিন, ১'শ জন কৃষকের মধ্যে মসুর, ১০০ কৃষকের মধ্যে গম, ১০০ কৃষকের মধ্যে ভুট্টা বীজসহ প্রত্যক কৃষককে ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মমতাজ সুলতানা বলেন, উপজেলার ২৫'শ প্রান্তিক কৃষকের মাঝে ২০২২-২৩ অর্থ বছরের রবি শস্য মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সম্মনিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহায়তার আওতায় ৫০% ভর্তূকীর মাধ্যমে উপজেলার আলিহাট ইউনিয়ন এর কৃষক আব্দুর রাজ্জাক এর হাতে একটি (হারভেষ্টর) মেশিনের চাবি তুলে দেওয়া হয়েছে।
এ সময় সেখানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. মমতাজ সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার আরজেনা বেগম, কৃষি সম্প্রসারন অফিসার মাহবুবুর রহমান, কৃষি উপ-সহকারী অফিসার ইয়াছিন আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।