প্রকাশ: ২৯ জুলাই ২০২১, ২২:৩০
‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২১-২২ মৌসুমের প্রকল্পভূক্ত নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী চাষীদের মধ্যে বীজ ও বীজ উৎপাদন সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন ভবন মিলনায়তনে এসব বীজ ও উৎপাদন সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা।
এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া ও ভূরুঙ্গামারী পাট চাষী সমিতির সভাপতি হবিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা রতন মিয়া জানান, ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষে আগ্রহী উপজেলার ১৫০ জন পাট চাষীকে পাটের ভিত্তি বীজ, সার, কীটনাশক ও স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হল।
পর্যায়ক্রমে বাকি পাটচাষীদের এসব উৎপাদন সামগ্রী বিতরণ করা হবে।