দেবীদ্বারে ২ হাজার চাষীর মাঝে সার-বীজ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: মঙ্গলবার ১৩ই এপ্রিল ২০২১ ০২:৪১ অপরাহ্ন
দেবীদ্বারে ২ হাজার চাষীর মাঝে সার-বীজ বিতরণ

কুমিল্লার দেবীদ্বারে খরিপ-১ মৌসুমে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের আউশ ধান চাষে আগ্রহ ও ফলন বৃদ্ধির লক্ষে ২হাজার কৃষকদের মাঝে ১০টন ধানের বীজ ও ৬০টন রাসায়নিক সার বিতরণ এবং  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সকাল ১১ টায় দেবীদ্বার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে বিনামূল্যে এসব ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। 


দেবীদ্বার উপজেলা নবাগত কৃষি অফিসার আব্দুর রউফ’র সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিন খানের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম ও উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার সাইদুজ্জামান প্রমূখ। 


উক্ত আলোচনা সভা শেষে একটি পৌরসভা ও ১৫ টি ইউনিয়নের ২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে ডি.এ.পি সার ২০ কেজি, এম.ও, পি সার ১০ কেজি সহ মোট ৩০ কেজি সার ও ৫ কেজি হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে।



#ইনিউজ৭১/জিয়া/২০২১