প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫
মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি ও ডাসার উপজেলার প্রাণকেন্দ্র ভূরঘাটায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কোনো বৈষম্য দেখতে চায় না।