চুয়াডাঙ্গায় চাঁদাবাজি মামলায় বিএনপির নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে শহরের কোর্টমোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল রানা চুয়াডাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং পুরাতন হাসপাতালপাড়ার বাসিন্দা।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, মুক্তিপাড়ার ব্যবসায়ী নুরুজ্জামান বাড়ি নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগে সোহেল রানাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। তারা বাড়ি নির্মাণ সামগ্রী চাঁদা দাবি করে জোরপূর্বক ইট, রড এবং কাঠ নিয়ে যায়। এমনকি ১০ লাখ টাকা চাঁদা না দিলে নির্মাণ সামগ্রী সরাতে দেবে না বলেও হুমকি দেয়।
বাধ্য হয়ে নুরুজ্জামান তার কেনা ইট অন্যত্র বিক্রি করেন। এরপর সেই ইট সরানোর সময় সোহেল রানা ও তার সহযোগীরা আবারও বাধা দেয়। এ ঘটনার জেরে নুরুজ্জামানের স্ত্রী আরিফা পারভীন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি বলেছেন, সোহেল রানা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এমন কিছু করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।