প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধনে শ্রীমঙ্গলের পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন
প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধনে শ্রীমঙ্গলের পিঠা উৎসব

'তারুণ্যের উৎসবে পিঠামেলা' প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিঠামেলা উৎসব ২০২৫ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে এই মেলার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।


এই প্রথমবারের মতো আয়োজিত পিঠামেলায় সভাপতিত্ব করেন উৎসব কমিটির আহ্বায়ক ও কলেজের বাংলা বিভাগের প্রধান মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল।


পিঠামেলায় অংশগ্রহণ করে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, দ্বাদশ শ্রেণি ও অনার্স কোর্সের শিক্ষার্থীদের ১২টি স্টল। স্টলগুলোতে বাংলার ঐতিহ্যবাহী পিঠা যেমন জামাই পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, নারকেল পিঠা এবং সন্দেশ প্রদর্শিত ও বিক্রি করা হয়। শিক্ষার্থীদের তৈরি এই পিঠাগুলো দুপুর ২টার মধ্যেই প্রায় সব বিক্রি হয়ে যায়, এবং বিকেল ৪টার মধ্যেই স্টলগুলোতে সব পিঠা শেষ হয়ে যায়।


দিনব্যাপী এই উৎসব কেবল পিঠা বিক্রিতেই সীমাবদ্ধ ছিল না। পিঠা নিয়ে রম্য বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


পিঠা উৎসবটি শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক নতুন সেতুবন্ধ তৈরি করেছে। একই সঙ্গে এটি বাংলার ঐতিহ্যবাহী খাবার সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক অনন্য উদ্যোগ হয়ে দাঁড়িয়েছে।


আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা মনে করেন, এই ধরনের উদ্যোগ তাদের ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে এবং দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা তৈরি করবে।


শ্রীমঙ্গল সরকারি কলেজের এই পিঠামেলা তারুণ্যের উচ্ছ্বাস আর বাংলার ঐতিহ্যের মেলবন্ধনে এক অনন্য উদাহরণ হিসেবে উঠে এসেছে। ভবিষ্যতে এই ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কলেজের অধ্যক্ষ এবং পিঠা উৎসব কমিটির অন্যান্য সদস্যরা।