রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া নারী ও শিশু বিকাশ কেন্দ্রের আয়োজনে এবং পায়াক্ট বাংলাদেশ সংস্থার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন কেকেএস টিপ প্রকল্পের কর্মকর্তা শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার প্রকল্প কর্মকর্তা শেখ রাজীব এবং দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন।
শিক্ষা সামগ্রী বিতরণে লেবানন প্রবাসী মো. মাইনদ্দিন মোল্লা সার্বিক সহযোগিতা করেন। এ আয়োজনের মাধ্যমে পল্লীর শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহ প্রদান এবং তাদের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করা হয়েছে বলে জানান আয়োজকরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।