রাজবাড়ীতে শিক্ষা উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ন
রাজবাড়ীতে শিক্ষা উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়

রাজবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।  


সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ঢাকা অঞ্চলের পরিচালক ফকীর মোহাম্মদ নুরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মধুসুদন মণ্ডল, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা এবং কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার বক্তব্য দেন।  


এছাড়া ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু এবং রাজবাড়ী জেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গাজী আহসান হাবীবও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।  


প্রধান অতিথি ফকীর মোহাম্মদ নুরুজ্জামান বলেন, তিনি রাজবাড়ীর সন্তান হিসেবে জেলার শিক্ষার উন্নয়নে কাজ করতে চান। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রধান শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।  


তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। কোনো সমস্যা হলে জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।  


সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সমস্যা, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি ও প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করেন।  


জেলা শিক্ষা অফিসার জানান, শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষকদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জানানো হবে।  


মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং শিক্ষার্থীদের মানোন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।