নোয়াখালীতে ঘরে ঢুকে নারীর রহস্যজনক হত্যা

নিজস্ব প্রতিবেদক
গিয়াস উদ্দিন রনি- জেলা প্রতিনিধি , নোয়াখালী
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন
নোয়াখালীতে ঘরে ঢুকে নারীর রহস্যজনক হত্যা

নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জালিয়াল গ্রামে নিজ ঘরে কুপিয়ে হত্যা করা হয়েছে তাছলিমা বেগম রোজি (৬০)। তিনি স্বামী পরিত্যক্তা ও এক সন্তানের জননী ছিলেন। মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোজি বাবার বাড়িতে একা থাকতেন। সন্ধ্যায় ঘরে ঢোকার পর হঠাৎ চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। তারা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় রোজিকে পড়ে থাকতে দেখেন এবং পাশে একটি রক্তমাখা ধামা পান। তাকে দ্রুত মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা চাপাতিও উদ্ধার করা হয়েছে।  


পুলিশ ধারণা করছে, চুরি করতে গিয়ে অজ্ঞাত কেউ তাকে হত্যা করতে পারে। তবে এলাকাবাসীর দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।  


এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামের মো. তারেক (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।  


পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক জানান, প্রাথমিক তদন্তে চুরির উদ্দেশ্যে হত্যার সম্ভাবনা থাকলেও অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং দ্রুত তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।  


এ হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।  


নিহতের পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই হত্যার মূল কারণ উন্মোচিত হবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।