দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৭ই জানুয়ারী ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।  


এর আগে ভোর সাড়ে ৫টা থেকে কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফলে যাত্রী ও যানবাহনের চালকরা শীতের তীব্র ঠাণ্ডায় ঘাটে আটকা পড়ে দুর্ভোগ পোহান।  


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলিম দাইয়্যান জানান, নৌপথে নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সকাল থেকে কুয়াশা কমে আসার পর ১২টি ফেরি পুনরায় চালু করা হয়।  


ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন ঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় ছিল। কুয়াশার কারণে নদীর দৃশ্যমানতা কম থাকায় ফেরিগুলো চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, যার ফলে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।  


সকাল থেকে ফেরি চলাচল শুরু হওয়ায় যানবাহন পারাপারে স্বস্তি ফিরে এসেছে। তবে যাত্রী ও চালকরা জানান, ঘন কুয়াশার সময় নৌরুটে নিরাপত্তা নিশ্চিত করতে আরও আধুনিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।