দীর্ঘদিন ধরে পাসপোর্ট সংক্রান্ত হয়রানিতে ভুগছিলেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দুর্ভোগ লাঘবে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হলে প্রবাসীরা সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। ফলে দূতাবাসে ভিড় বা দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, নতুন এ উদ্যোগ প্রবাসীদের জন্য হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) আবেদন পেন্ডিং ছিল। এর মধ্যে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব শিগগিরই এসব পাসপোর্ট সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই প্রবাসীরা তাদের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন।
সরকার প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালুর উদ্যোগও নিয়েছে। এই প্রকল্প দ্রুতগতিতে এগিয়ে চলছে। ই-পাসপোর্ট চালু হলে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা একেবারে কমে আসবে।
এর আগে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছিলেন, সৌদি আরব ও মালয়েশিয়ার প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর অন্যান্য দেশের প্রবাসীদের ডিমান্ড অনুযায়ী পর্যায়ক্রমে এই সেবা সম্প্রসারণ করা হবে।
তিনি আরও জানান, বর্তমান উদ্যোগের ফলে দুই-তিন বছরের মধ্যে প্রবাসীদের পাসপোর্ট সমস্যার স্থায়ী সমাধান হবে। আবেদনকারীরা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তাদের পাসপোর্ট পেয়ে যাবেন।
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যার সমাধানে সরকারের এই পদক্ষেপ প্রবাসী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। এটি তাদের জীবন সহজ করবে এবং সময় ও শ্রম বাঁচাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।