বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আগামী আড়াই বছরে ২ লাখ ৩৮ হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার পরিকল্পনা করেছে। সংস্থাটি আপাতত পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকার দিয়ে কাজ চালাবে।
রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস সম্মেলন কক্ষে মঙ্গলবার মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য থাকলেও আপাতত সরকারি পাঁচটি অঞ্চলের কাজ ২০২৬ সালের মধ্যে সম্পন্ন করা হবে।
বেজা চেয়ারম্যান বলেন, “১০০ ইকনোমিক জোন নির্মাণের লক্ষ্য থেকে আমরা সরে যাচ্ছি না। তবে আগামী ১০ বছরে ১০টি জোন সম্পূর্ণরূপে চালু করাই আমাদের জন্য যথেষ্ট হবে। এই পাঁচটি অঞ্চলে পূর্ণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বাকি জোনগুলোতে কাজ শুরু করবো। আমাদের লক্ষ্য হলো পিছিয়ে থাকা এলাকাগুলোতে শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টি করা। বেজার কাজ মুনাফা করা নয়।”
সরকারি এই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে এখনও বিদ্যুৎ ও গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি উল্লেখ করে চেয়ারম্যান বলেন, “২০২৬ সালের মধ্যে এসব অঞ্চলে পানি, বিদ্যুৎ, গ্যাস এবং যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর জন্য রোডম্যাপ তৈরি করা হয়েছে। রোডম্যাপ অনুযায়ী এসব অঞ্চলে অবকাঠামো ও সেবা নিশ্চিত করা হবে। তবে বেসরকারিভাবে বরাদ্দকৃত কোনো অঞ্চল বাতিল করা হবে না।”
আগামী দুই বছরের মধ্যে আড়াই লাখ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেজা চেয়ারম্যান। তিনি বলেন, “সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে, তবে বাস্তবায়ন প্রক্রিয়া ধীরগতির। আগামী দুই বছরের মধ্যেই পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”
চেয়ারম্যান জানান, বেজার ওয়েবসাইট থেকে বর্তমানে ৬০টি ওয়ান স্টপ সার্ভিস চালু রয়েছে এবং আরও সেবা শিগগিরই চালু করা হবে। এছাড়া কাগজবিহীন ডিজিটাল অফিস চালুর কার্যক্রম এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা নিশ্চিত করার জন্য কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
বেজার এ উদ্যোগ দেশের শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।