প্রকাশ: ১৩ মার্চ ২০১৯, ১৮:০
পুঁজিবাজারে ডাচ-বাংলা ব্যাংক শেয়ারহোল্ডাদের লভ্যাংশ হিসেবে ১৫০ শতাংশ বোনাস শেয়ার দেবে। অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে ১৫০টি সাধারণ শেয়ার লভ্যাংশ হিসেবে পাবেন। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে। শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার পাশাপাশি পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তও নিয়েছে বলে ডিএসই বিনিয়োগকারীদের জানিয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে ডাচ-বাংলা ব্যাংকের অনুমোদিত মূলধনের পরিমাণ ৪০০ কোটি টাকা। প্রতিষ্ঠানটি এই মূলধনের পরিমাণ বাড়িয়ে ৫০০ কোটি টাকা করবে।
ইনিউজ ৭১/এম.আর