বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ১২ই মার্চ ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ন
বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন

বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তারা বলেছে, সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো বিশৃঙ্খলা নেই এবং বাহিনী সংবিধান ও চেইন অব কমান্ড মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।  


আইএসপিআর জানায়, দ্যা ইকোনোমিক টাইমস ও দ্যা ইন্ডিয়া টুডে সহ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম সেনাবাহিনী নিয়ে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করেছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা।  


তারা জানায়, বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ। সেনাপ্রধানের নেতৃত্বে বাহিনী সংবিধান রক্ষা ও দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ। অনৈক্য বা আনুগত্যহীনতার অভিযোগ ভিত্তিহীন এবং বিদ্বেষমূলক। বিশেষ করে, দ্যা ইকোনোমিক টাইমস পূর্বেও এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়েছে।  


আইএসপিআর জানায়, গত ২৬ জানুয়ারি একই গণমাধ্যম সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল। দায়িত্বশীল সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে তারা আবারও ভিত্তিহীন তথ্য প্রচার করেছে, যা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মাত্র।  


এছাড়া কয়েকটি অনলাইন পোর্টাল ও নামসর্বস্ব টেলিভিশন চ্যানেলও এই প্রচারণায় যুক্ত হয়েছে। এতে শুধু সেনাবাহিনী নয়, দেশের জনগণের মধ্যেও অস্থিরতা তৈরির অপচেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।  


তারা ভারতীয় সংবাদমাধ্যমগুলোকে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী নিয়ে প্রতিবেদন প্রকাশের আগে আইএসপিআরের বক্তব্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।  


বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে আইএসপিআর। তারা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকতে সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।  


আইএসপিআর স্পষ্ট করেছে, সেনাবাহিনীর ঐক্য ও শৃঙ্খলা অটুট রয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত।