
প্রকাশ: ২৯ এপ্রিল ২০১৯, ১৮:১

পুঁজিবাজারের অব্যাহত দরপতনের প্রতিবাদে দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতীকী গণঅনশন করছেন শেয়ারবাজারের সাধারণ বিনিয়োগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে ১২ দফা দাবি নিয়ে সোমবার বেলা ১১টা থেকে ‘পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ’র ব্যানারে এই প্রতীকী গণঅনশন শুরু হয়। প্রতীকী গণঅনশনের বিষয়ে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দরপতনের প্রতিবাদে আমরা নিয়মিত মানববন্ধন করছি। কিন্তু কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাই এখন প্রতীকী গণঅশন করছি। আমাদের দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
বিনিয়োগকারীদের দাবির মধ্যে মধ্যে রয়েছে-

ইনিউজ ৭১/এম.আর