প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১৯:২

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বেলুয়া নদীর বৈঠাকাটা ভাসমান হাট দক্ষিণাঞ্চলের মানুষের অর্থনীতি ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। ভোরের আলোয় নদীর শান্ত জলে নৌকা ভেসে ওঠে, আর সাথে সাথে শুরু হয় ক্রেতা-বিক্রেতাদের প্রাণবন্ত হাঁকডাক। শতাধিক নৌকা নিয়ে ভাসমান হাটে বিক্রি হয় শাকসবজি, চালডাল, মাছ, হাঁস-মুরগি থেকে শুরু করে চা-পিঠা ও নাশতার দোকান। মাঝির বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, ট্রলারের ইঞ্জিনের চিৎকার এবং ক্রেতা-বিক্রেতার তালে তালে নদী যেন জীবন্ত হয়ে ওঠে।
