প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১১:৪৭
দীর্ঘদিনের প্রয়াসের পর অবশেষে মালয়েশিয়া বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে। শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। এই নতুন সুবিধা বৈধ পিএলকেএস ধারকদের জন্য প্রযোজ্য হবে এবং আগামী বছর থেকে পিএলকেএস বর্ধিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে এমইভি প্রদান শুরু হবে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমইভি চালুর ফলে দেশের ভেতরে এবং বাইরে অভিবাসী শ্রমিকদের যাতায়াত অনেক সহজ হবে। এটি ইমিগ্রেশন পাসের অপব্যবহারের ঝুঁকি কমাতে সাহায্য করবে এবং বিভিন্ন দেশের মালয়েশিয়ার মিশনে নতুন ভিসার জন্য জমা হওয়া আবেদনকারীদের ভিড়ও কমাবে।
বাংলাদেশি কর্মীদের জন্য এটি এক বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে। এমইভির মাধ্যমে প্রবাসীরা সহজেই মালয়েশিয়া ও বাংলাদেশে বারবার যাতায়াত করতে পারবেন, যা তাদের জীবনে বিশেষভাবে সুবিধা বয়ে আনবে। গত ১৫ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন এই ভিসা সম্পর্কিত তথ্য ফেসবুকে প্রকাশ করেছিল।
বাংলাদেশের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মালয়েশিয়া সরকারের কাছে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর জন্য আহ্বান জানানো হচ্ছিল। এই দাবিকে সাড়া দিয়ে সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে অবশেষে এটি বাস্তবায়িত হলো বলে দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত মে মাসে মালয়েশিয়া সফরে গিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। আলোচনার পরে জুলাই মাসের দশ তারিখ এ বিষয়ে সরকারি পরিপত্র জারি করা হয়।
বর্তমানে মালয়েশিয়া ১৫টি দেশ থেকে শ্রমিক গ্রহণ করে, তবে এর আগে বাংলাদেশি শ্রমিকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যা যাতায়াতের ক্ষেত্রে বেশ ভোগান্তির কারণ ছিল। এমইভি চালু হওয়ার ফলে বাংলাদেশি শ্রমিকরা একাধিকবার যাতায়াতের সুবিধা পাবে এবং তাদের ভ্রমণ ও কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হবে।
এবারের সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। এর ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে তারা আরও স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এই পরিবর্তন দুই দেশের কূটনৈতিক সম্পর্ককেও শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।