নওগাঁয় আওয়ামীলীগ নেতা নাহিদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
রিফাত হোসাইন সবুজ, জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৬ অপরাহ্ন
নওগাঁয় আওয়ামীলীগ নেতা নাহিদ গ্রেফতার

নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাহিদ ইসলাম বিপ্লব (৫০) কে গ্রেফতার করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ শহরের  বিজিবি ক্যাম্প সংলগ্ন নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। আটকের পরে বিপ্লবকে নওগাঁ সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 


 নাহিদ ইসলাম বিপ্লব আত্রই উপজেলার যাত্রামুল গ্রামের মৃত নূর মহুরির ছেলে। 



নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি)  নূরে আলম সিদ্দিকী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতোপূর্বে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।