আজো গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ১১:২৩ পূর্বাহ্ন
আজো গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০

ইসরায়েলের টানা বিমান হামলায় গাজার ৩০টিরও বেশি স্থানে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। গত ১৫ মাসের সহিংসতায় গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ৬৫০ ছাড়িয়েছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।  


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন। তাদের মধ্যে অনেকেই মারা যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পৌঁছাতে না পারায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।  


গাজা সিটির আল-ঘৌল নামের একটি পরিবারের বাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় একই পরিবারের অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সিভিল ডিফেন্স এজেন্সি। নিহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে।  


এরপর গাজার আরেক স্থানে দ্বিতীয় ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও কমপক্ষে ১০ জন আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।  


উত্তর জাবালিয়া শরণার্থী শিবিরে আরেকটি হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  


অন্যদিকে, দক্ষিণ খান ইউনিসে মানবিক সহায়তা প্রদানে নিয়োজিত ছয় ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত হন। এই হামলায় আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।  


গাজায় ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞে স্থানীয় মানুষদের মধ্যে তীব্র শোক এবং ক্ষোভ দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল থেকে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না।  


মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি হামলাগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তারা অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ এবং আহতদের সহায়তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।