প্রকাশ: ৩০ মার্চ ২০২০, ১৪:৩৪
পৃথিবীর সুপার পাওয়ারের দেশ বলতে আমেরিকা কে আমরা জানি।তাঁরা পারে না এমন কোন কাজ নেই , আধুনিক সভ্যতার সকাল ছোঁয়া নিয়ে উন্নতির চরম শিখরে আজ তাঁরা। অর্থ বিত্ত পেশী শক্তি অন্যায় জুলুম সব করারা ক্ষমতা তাঁদের রয়েছে।অথচ সেই , আমেরিকার বাতাস ভারী হচ্ছে দিনে দিনে।অজানা অদেখা এক ভাইরাসে বিপর্যস্ত সারা বিশ্বের মতো সুপার পাওয়ারের দেশটি ও এই ইতিমধ্যে করোনা ভাইরাস নামক এক ভাইরাসে এই দেশের পজিটিভ ১লাখ ৩৬ হাজারের এর উপরে।
যা কেবল বাড়ছেই সুপার পাওয়ারের মতো করে বাড়ছে।কেউ যেন থামাতে পারছে না।সবাই কে কেমন যেনও অবরুদ্ধ করে রেখেছে আজ অনেক দিন ধরে, মনে হচ্ছে যার যার আকাশ , বাতাস তিনি মনে হয় সব বন্ধ করে দিয়েছেন সবার জন্য।সবাই অজানা এক ভয়ে বাসার ভিতর বন্দি হয়ে আছেন।ঠিক আমিরিকাতে এই অজানা অদেখা করোনা ভাইরাসে মারা গেছে ২৫০০ এর বেশী। ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশিয়াস ডিজিজ (NIAID) এর প্রধান ড. ফুছি (Fauci) আজ এক সাক্ষাৎকারে এক লাখ থেকে ২ লাখ আমেরিকান করোনাভাইরাসে মারা যেতে পারে এরকম ভবিষ্যৎবানী করেছেন।