লালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৩ই মার্চ ২০১৯ ০৪:৫৫ অপরাহ্ন
লালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উদযাপিত হয়েছে। বুধবার (১৩ মার্চ ) সকালে শতভাগ ভর্তি ও উপস্থিতি এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে লালপুর উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালী ও আলোচনা সভায় লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব