সাম্প্রতিক সময়ে আশাশুনিতে ঘটে যাওয়া ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মতবিনিময়ে সভা ও সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এবং জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরাম। সোমবার (৭ এপ্রিল) দুপুরে আশাশুনি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জি,এম আল ফারুক।
এ সভায় বক্তব্য রাখেন জলবায়ু পরিবর্তন অধিপরামর্শ ফোরামের আহবায়ক এড. শেখ আজাদ হোসেন বেলাল, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মাধব চন্দ্র দত্ত, যুগ্ম সম্পাদক আলিনুর খান বাবলু, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক মাষ্টার শহিদুল ইসলাম, লিডার্সের এডমিন অসিত কুমার মন্ডল, এ্যাডভোকেসি অফিসার স্বপন ফোলিয়া প্রমুখ। এছাড়া আয়ুষণিক প্রেস ক্লাবের সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সমীর রায়, রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক লিংকন আসলাম, এবং প্রেস ক্লাবের সদস্য শেখ আদাবাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তাগণ গত ৩১ মার্চ ঘটে যাওয়া আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়ীবাঁধ ভেঙে ৬/৭টি গ্রাম প্লাবিত হওয়ার বিষয়টি তুলে ধরেন। পানিবন্দি হয়ে বহু মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। নষ্ট হয়েছে কাঁচা ঘরবাড়ি, কৃষি ও মৎস্য ফসল, মাছ ও ফসলের ক্ষতি হয়েছে। এলাকার দুর্গন্ধ ছড়াচ্ছে, মানুষের প্রয়োজনীয় খাদ্য, হাঁস-মুরগি, গো খাদ্য, এবং সুপেয় পানির চরম অভাব দেখা দিয়েছে।
বক্তাগণ বলেন, এ পরিস্থিতিতে টেকসই বেড়ীবাঁধ নির্মাণ, উপকূলীয় বোর্ড গঠন, উপকূলীয় অঞ্চলের সকল স্লুইচ গেট সচল করা, এবং বানভাসি মানুষের পুনর্বাসনসহ প্রয়োজনীয় খাদ্য সরবরাহের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বক্তাগণ সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান, যেন দ্রুত ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তা প্রদান করা সম্ভব হয়।