পটুয়াখালীর বাউফল উপজেলায় এক মর্মস্পর্শী ধর্ষণের ঘটনায় স্থানীয় বাসিন্দা সালাম খন্দকার (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযুক্তকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার নাজিরপুর ইউনিয়নে।
জানা গেছে, শনিবার বিকালে ৯ বছর বয়সী এক শিশু নিজ বাড়ির সামনে খেলছিল। তার পরিবারের সদস্যরা পাশের বাড়িতে গেলে সালাম খন্দকার শিশুটিকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায় অভিযুক্ত। এ সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী হাসান মাতুব্বর ঘটনাস্থলে ছুটে গেলে উভয়কে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনা জানালে পরিবার থানায় অভিযোগ দাখিল করে।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন নিশ্চিত করেছেন, অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তাকে শীঘ্রই আদালতে সোপর্দ করা হবে। শিশুটির পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়েছে, স্থানীয় সম্প্রদায়ও ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে।
এ ধরনের নৃশংস ঘটনা রোধে কঠোর পদক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিচ্ছেন সমাজকর্মীরা।