কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আব্দুর রাজ্জাক নামের এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিহত হয়েছেন। তিনি নাগেশ্বরী উপজেলার বল্লভের খাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের দেওয়ানের খামার আরডিআরএস অফিস সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, আব্দুর রাজ্জাক ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাচ্ছিলেন। এসময় ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-০৮৩৫) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হন। স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তার অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রংপুর ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডক্টরস ক্লিনিকে তিনি মারা যান।
রংপুর ডক্টরস ক্লিনিকে থাকা চেয়াম্যান আব্দুর রাজ্জাকের ভাগ্নে দুলাল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহামুদ বলেন, ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। ট্রাক চালক পালিয়ে গেছে। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।