মিরপুর শাহ আলী থানা যুবদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১৮ই মার্চ ২০২৫ ০৯:২২ অপরাহ্ন
মিরপুর শাহ আলী থানা যুবদলের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মিরপুর শাহ আলী থানা যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে। মিরপুর ১ নাম্বার চিলড্রেন পার্ক মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ১০০০ জন মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গী প্রদান করা হয়।


ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং গরীবদের ঈদ উপহার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ পাটোয়ারী, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মাহবুব হোসেন।


এই আয়োজনে সদস্য সচিব মিরাজ জানান, বিএনপির দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঈদের আগে পর্যন্ত গরিব ও অসহায় মানুষের মাঝে সেহরি, ইফতার, ঈদ বাজার এবং ঈদের নতুন পোশাক উপহার দেওয়া হবে। তিনি আরও বলেন, "এটি আমাদের দলের একনিষ্ঠ উদ্যোগ, যাতে গরীবরা ঈদ আনন্দে অংশগ্রহণ করতে পারেন।"


এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে যুবদল তাদের কমিটমেন্ট এবং দলের নেতৃত্বের প্রতি বিশ্বস্ততা প্রকাশ করেছে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন গরীব মানুষের ঈদ উদযাপন সহজতর হয়েছে, তেমনি দলের জনপ্রিয়তা ও জনগণের প্রতি দায়িত্ববোধ আরও বৃদ্ধি পাবে।