রাজবাড়ী গোয়ালন্দে পুলিশের অভিযানে সোমবার (১৭ মার্চ) রাত ১১ টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা নামক স্থানে ডাকাতির প্রস্তুতিকালে তিন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেো, রাজবাড়ী সদর উপজেলার সূর্য্য নগর গ্রামের মুসলেম সরদারের ছেলে মো: আকাশ সরদার (১৯), সদর উপজেলার বড়চর বেনী নগর গ্রামের ইউনুচ সরদারের ছেলে মো: মিনহাজুল সরদার (২০), সদর উপজেলার চর নারায়নপুর গ্রামের মো. আজাহার মাষ্টারের ছেলে মো: আতাহার (২৬)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম নির্দেশনায় এসআই (নিঃ) আমিনুল হক সঙ্গীয় ফোর্স সহ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মৌসুমী এর বাড়ীর সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি সুইচ গিয়ার চাকু, ১ টি নীল রংয়ের সুজুকি ১৫০ সিসি মোটর সাইকেল জব্দ করে।
গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত উক্ত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।