দৌলতদিয়ায় হেরোইন সহ মানিকগঞ্জের রাসেল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার ১৭ই মার্চ ২০২৫ ০৩:৫৮ অপরাহ্ন
দৌলতদিয়ায় হেরোইন সহ মানিকগঞ্জের রাসেল গ্রেফতার

দৌলতদিয়া টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পুরিয়া হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। রবিবার রাত ১১টার দিকে দৌলতদিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের হাতে আটক হয় রাসেল


বেপারী ওরফে আইয়ুব নবী। আটক রাসেলের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চর কাটারী গ্রামে। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে সে মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযান পরিচালনাকারী এসআই সেলিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল রাসেলকে চ্যালেঞ্জ করে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে


হেরোইনের পুরিয়াগুলো উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত এবং দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সোমবার


রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। স্থানীয়রা বলছেন, দৌলতদিয়ায় দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেকেই মনে করছেন, শুধু গ্রেফতার করলেই হবে না, মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে, না হলে মাদক নির্মূল সম্ভব হবে না।