গোয়ালন্দে ফেনসিডিল বিক্রি করতে এসে মানিকগঞ্জের নাছির গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৮ই মার্চ ২০২৫ ০৭:১২ অপরাহ্ন
গোয়ালন্দে ফেনসিডিল বিক্রি করতে এসে মানিকগঞ্জের নাছির গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে ১০ বোতল ফেনসিডিল সহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 


শুক্রবার (৭ মার্চ) রাত পৌনে ১১ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন  পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে পুলিশের চেকপোস্ট মানিকগঞ্জ সদর থানার উত্তর তরা (তরা বাজারের পূর্ব পাশ্ব এলাকার আলাল উদ্দিন এর ছেলে মাহাবুবুল আলম নাছির (৩৫) কে ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এসআই (নিঃ) আমিনুল হক সঙ্গীয় ফোর্স সহ পুলিশের চেকপোস্টে গ্রেফতারকৃত মাহাবুবুল আলম নাছির নামে এক ব্যাক্তিকে জিজ্ঞেসাবাদে তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।