রাস্তার পাশে ফেলে যাওয়া সেই শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ৭ই মার্চ ২০২৫ ০২:৩৫ অপরাহ্ন
রাস্তার পাশে ফেলে যাওয়া সেই শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর

বিরামপুরের রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া ফুটফুটে কন্যা শিশুটি অবশেষে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিরামপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শিশুটিকে তার খালার কাছে হস্তান্তর করা হয়।


এ ঘটনা ঘটেছিল বিরামপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মাহমুদপুর মুন্সীপাড়ার একটি বাগানে, যেখানে স্থানীয়রা একা একটি শিশু দেখে তাকে থানায় নিয়ে আসে। স্থানীয়রা শিশুটির ছবি ফেসবুকে পোস্ট করলে খালার পরিচয় নিশ্চিত হওয়া যায় এবং শিশুটির খালা সাবিনা পারভীন বিরামপুর থানায় এসে শিশুটিকে খুঁজে পান।


শিশুটির খালা সাবিনা পারভীন জানান, তার ভাতিজি মানসিক প্রতিবন্ধী এবং শিশুটির বাবা অনেক দিন ধরেই নিখোঁজ। জন্মের পর থেকে শিশুটিকে তিনি নিজেই দেখাশোনা করতেন। তবে, জীবিকা নির্বাহের জন্য কাজের সুবাদে মাঝে মাঝে প্রতিবেশি এক মহিলার কাছে শিশুটিকে রেখে যেতেন। আজও সকালে কাজে যাওয়ার সময় ওই মহিলার কাছে শিশুটিকে রেখে চলে যান। কিন্তু দুপুরে সেই মহিলা শিশুটিকে জয়পুরহাট রেল স্টেশন থেকে নিয়ে এসে বিরামপুরে ফেলে রেখে চলে যায়।


শিশুটির পরিচয় নিশ্চিত হওয়ার পর, থানায় শিশুটিকে সুরক্ষিত রাখা হয় এবং রাত সাড়ে ৮টায় খালার কাছে হস্তান্তর করা হয়। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক আতাউর রহমান এবং উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আওয়াল উপস্থিত ছিলেন এই ঘটনাটিতে।


এই ঘটনা একটি মর্মান্তিক পরিস্থিতি হলেও, শিশুটির পরিবার ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে। স্থানীয়দের সক্রিয় সহায়তায় শিশুটির পরিবারের খোঁজ মেলে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা হয়।