ঝিনাইদহে মিক্সার ডিপো বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই মার্চ ২০২৫ ০৩:৪৩ অপরাহ্ন
ঝিনাইদহে মিক্সার ডিপো বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহের মধুপুর এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সার ডিপো প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে, যখন বিক্ষুব্ধ স্থানীয়রা সড়কটিতে টায়ার জ্বালিয়ে এবং পিচের ড্রাম বসিয়ে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই মিক্সার ডিপোর কারণে এলাকার পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।


এলাকার বাসিন্দাদের দাবি, ডিপোর কার্যক্রম থেকে প্রচণ্ড কালো ধোঁয়া বের হয়, যা তাদের জীবনে একাধিক সমস্যা সৃষ্টি করেছে। ওই কালো ধোঁয়ার কারণে আশপাশের শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়েছে এবং রান্না করা খাবারের মধ্যে ময়লা-আবর্জনা চলে গিয়ে তা নষ্ট হয়ে যায়। এর ফলে, এলাকার বহু মানুষ বিভিন্ন শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে হাঁপানি এবং অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে শিশুসহ তিনজন মৃত্যুবরণ করেছেন।


এলাকার জনগণ বহুবার ঠিকাদারের কাছে অভিযোগ জানালেও কোনো সমাধান মেলেনি। এমনকি প্রশাসনেও বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তাতেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাধ্য হয়ে এক হাজারেরও বেশি মানুষ একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন। মহিলারা ঝাঁটা মিছিলও করেন, যা স্থানীয় পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।


ঘটনার পর, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী ও সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মিক্সার ডিপোর কার্যক্রম বন্ধ রাখার আশ্বাস দেন। এরপরেই, বিক্ষুব্ধরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।


এ বিষয়ে জেলা প্রশাসন জানিয়েছে, মিক্সার ডিপোর বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে, এই বিষয়টি পরবর্তীতে আরও তদন্ত করা হবে এবং ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।