নেছারাবাদে অগ্নিকাণ্ডে ৫০ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫১ অপরাহ্ন
নেছারাবাদে অগ্নিকাণ্ডে ৫০ দোকান ভস্মীভূত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মিয়ারহাট বাজারের মাছ বাজার সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে বরিশাল, বানারীপাড়া, পিরোজপুর, কাউখালী ও নেছারাবাদ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  


প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, আগুনের সূত্রপাত হয় মাছ বাজার এলাকার মাসুদ নামে এক ইলেকট্রনিক্স ব্যবসায়ীর দোকান থেকে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। স্থানীয় মসজিদের মাইক থেকে দ্রুত এলাকাবাসীকে খবর দেওয়া হয়, এরপর ফায়ার সার্ভিসকে জানানো হয়। কিন্তু ততক্ষণে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই পুরো বাজার এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে।  


ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে আমির হোসেন জানান, আগুন লাগার পরপরই তিনি ঘটনাস্থলে পৌঁছান কিন্তু দোকানের কোনো মালামাল বের করতে পারেননি। তার দুটি দোকান ছিল, যা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। একইভাবে আরও অনেক ব্যবসায়ী তাদের সর্বস্ব হারিয়েছেন বলে জানান।  


মিয়ারহাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বাদল বেপারী জানান, অগ্নিকাণ্ডে বাজারের বড় বড় ব্যবসায়ীদের দোকান পুড়ে গেছে এবং এতে আনুমানিক শত কোটি টাকার ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।  


বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তদন্ত না করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব নয়।  


এদিকে, বাজারের ব্যবসায়ীরা সরকারের কাছে সহযোগিতার দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে।