হিজলায় স্থানীয় সরকার দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৩৯ অপরাহ্ন
হিজলায় স্থানীয় সরকার দিবস উদযাপন

বরিশালের হিজলায় "তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার" প্রতিপাদ্য নিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।  


র‍্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনীক বিশ্বাস, হিজলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ অহিদুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি গুলজার আলম, বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহানশাহ চৌধুরী সামু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি আব্দুল্লাহ বিন কালাম।  


আলোচনা সভায় বক্তারা স্থানীয় সরকারের ভূমিকা, জনগণের সেবার মানোন্নয়ন এবং তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জনগণের সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।  


সভায় বক্তারা আরও বলেন, সুষ্ঠু স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর হলে তৃণমূল পর্যায়ের উন্নয়ন নিশ্চিত হবে এবং জনগণ সরাসরি উন্নয়ন কার্যক্রমে যুক্ত হতে পারবে। তারা এ ব্যাপারে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।  


স্থানীয় জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সরকারি সেবাগুলো যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সে বিষয়ে নজর দেওয়ার কথা বলেন।  


অনুষ্ঠানে আরও জানানো হয়, জনসেবার মানোন্নয়নে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বয়ে নাগরিক সেবা সহজতর করার পরিকল্পনার কথাও উঠে আসে আলোচনায়।  


দিবসটি উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা ও গুরুত্ব আরও একবার সামনে এসেছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। স্থানীয় সরকার দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।