খাগড়াছড়িতে শাহাদাত ফরাজী সাকিবের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, খাগড়াছড়ি ব্যানারে চেঙ্গী স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নবম-দশম শ্রেণির বইতে আদিবাসীদের গ্রাফিতি অঙ্কন বাতিলের বিষয়ে ঢাকায় আন্দোলনের সময় শাহাদাত ফরাজী সাকিবকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি তাকে ঢাকা থেকে আটক করা হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে শাহাদাত ফরাজী সাকিবের মুক্তি দাবি করা হয় এবং দ্রুত তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, যদি অবিলম্বে তার মুক্তি না দেওয়া হয়, তাহলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম। বক্তব্য দেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আব্দুল মজিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের খাগড়াছড়ি জেলা সভাপতি দোলোয়ার হোসেন, যুব আন্দোলনের সংগঠক আব্দুল ওয়াহেদ ও দিঘিনালা উপজেলার নাগরিক পরিষদের সভাপতি জাহিদ হাসান।
বক্তারা বলেন, শাহাদাত ফরাজী সাকিব পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। অবিলম্বে তার মুক্তি না দিলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।