পিরোজপুরের ইন্দুরকানীতে চাকরিচ্যুত এক সেনা সদস্য তার মাকে সুপারি গাছের সাথে বেঁধে বসতঘরে আগুন দিয়েছে। অভিযুক্ত মো. আল-আমীন (২৬) উপজেলার পত্তাশী ইউনিয়নের জয়নাল কাজীর পুত্র। এ ঘটনার পরই তার পিতা থানায় মামলা দায়ের করলে পুলিশ রোববার রাতেই তাকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আল-আমীন নারী সংক্রান্ত কারণে প্রথম স্ত্রীর অভিযোগে ২০২৪ সালে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়। পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দেন। এসব কারণে সে তার বাবাকে দোষারোপ করত। রোববার সকালে চট্টগ্রাম থেকে বাড়ি ফিরে সে তার পিতাকে হত্যার উদ্দেশ্যে দা হাতে ঘুরতে থাকে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার বাড়িতে গেলে সে পালিয়ে যায়। পরে উত্তেজিত হয়ে সে তার মাকে ঘর থেকে টেনে বের করে সুপারি গাছের সাথে বেঁধে রেখে ঘরে আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আগুন দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তার মাকে উদ্ধার করে। তবে ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার পর তার বাবা জয়নাল কাজী ছেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
জয়নাল কাজী বলেন, ‘ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মামলা দিয়েছি। এর বেশি কিছু বলতে চাই না।’ এলাকাবাসীর মতে, আল-আমীন দীর্ঘদিন ধরে উগ্র আচরণ করছিল এবং পারিবারিকভাবে তাকে সামলানো কঠিন হয়ে পড়েছিল।
এ বিষয়ে ওসি মো. মারুফ হোসেন জানান, ‘অভিযুক্ত আল-আমীনকে রাতেই গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।’ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।