ডেভিল হান্ট অভিযান অব্যাহত, কাউকে ছাড় নয়

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ১০ই ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৮ অপরাহ্ন
ডেভিল হান্ট অভিযান অব্যাহত, কাউকে ছাড় নয়

অপারেশন ডেভিল হান্টের আওতায় ছোট-বড় সব অপরাধী ধরা পড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই অভিযানে কোনো শয়তানই রেহাই পাবে না, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও যদি অপরাধে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।  


তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট চলবে যতদিন পর্যন্ত দেশ থেকে সব অপরাধী নির্মূল না হয়। নির্দোষ কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। মিথ্যা মামলার শিকার হলে সেটিও গুরুত্ব সহকারে দেখা হবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ওপর জোর দেন এবং অপরাধ নির্মূলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।  


রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ছোলা ও খেজুরের পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে বাজারে কোনো ঘাটতি হবে না। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  


এছাড়া দেশে সারের কোনো সংকট নেই বলেও জানান তিনি। কিছু ডিলার ইচ্ছাকৃতভাবে সারের মজুত কমানোর চেষ্টা করছে, যা জনগণের স্বার্থবিরোধী। এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  


সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রতিবাদ প্রশংসনীয়। তবে তিনি সতর্ক করে বলেন, আইন যেন কেউ হাতে তুলে না নেয়। সীমান্তে শান্তি বজায় রাখতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  


রাজশাহী জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম, বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঁঞা, বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার ইমরান ইবনে এ রউফ, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।  


তিনি বলেন, সরকার অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। এ অভিযানের মাধ্যমে অপরাধের শেকড় উপড়ে ফেলা হবে এবং জনগণ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারবে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।