ধানমন্ডিতে বিক্ষোভ, সুধা সদনে আগুন

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৫ পূর্বাহ্ন
ধানমন্ডিতে বিক্ষোভ, সুধা সদনে আগুন

রাজধানীর ধানমন্ডি ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরেও আগুন দেওয়া হয়।  


সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সুধা সদন খালি ছিল। শেখ হাসিনার বক্তৃতাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং প্রথমে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। পরে তারা সুধা সদনে গিয়ে একই কাণ্ড ঘটায়।  


বিক্ষুব্ধ ছাত্রদের দাবি, ছাত্র হত্যার সঙ্গে জড়িতদের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে দেওয়া হবে না। তাদের স্লোগানে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি জানানো হয়।  


এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল অধিবেশনে অংশ নেওয়ার ঘোষণা দেন শেখ হাসিনা। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।  


সন্ধ্যার পর থেকেই বিভিন্ন ফেসবুক পেজে ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে কর্মসূচির ডাক দেওয়া হয়। পোস্টের মাধ্যমে শিক্ষার্থীদের ধানমন্ডিতে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়।  


বিক্ষোভ চলাকালে ধানমন্ডি এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের মিছিল বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।  


স্থানীয়রা জানান, সন্ধ্যা থেকেই ধানমন্ডির বিভিন্ন পয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হতে থাকে। প্রথমে তারা স্লোগান দেয়, পরে লাঠিসোঁটা নিয়ে ধানমন্ডি ৩২ নম্বর ও সুধা সদনের দিকে অগ্রসর হয়।  


এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।