টেকনাফে দুই লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
টেকনাফে দুই লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একইদিন বিজিবির অভিযানে আরও এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।  


তিনি জানান, সোমবার গভীর রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। একটি ইঞ্জিনচালিত কাঠের বোট সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড থামার সংকেত দেয়। তবে বোটের আরোহীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে ব্যাগ ও বস্তার ভেতর লুকানো অবস্থায় এক লাখ ২০ হাজার পিস ইয়াবা, চার বোতল ফেনসিডিল ও দুটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।  


কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় চলছে। মাদক চোরাচালান রোধে সমুদ্র ও সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।  


এদিকে, সোমবার রাতে বিজিবি সদস্যরা সাবরাংয়ের শোয়ারিগোদা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে। বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে পাচারকারীরা ইয়াবার বস্তা নিয়ে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।  


পাচারকারীদের আটক করা সম্ভব না হলেও উদ্ধারকৃত ইয়াবা বিজিবির হেফাজতে রাখা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।  


কোস্ট গার্ড ও বিজিবির একের পর এক সফল অভিযানে মাদক চোরাচালানীদের আতঙ্ক বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে মাদক পাচার রোধে ইতিবাচক পরিবর্তন আসছে বলে মনে করছেন অনেকে।  


প্রতিনিয়ত সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক প্রবেশের চেষ্টা চলছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকায় বড় ধরনের চালান ধরা পড়ছে। অভিযান অব্যাহত থাকলে মাদক কারবারিদের দৌরাত্ম্য কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।