কুড়িগ্রামের ভূরুঙ্গামারী প্রেসক্লাবের অন্যতম সদস্য দৈনিক কালবেলা পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি, সৃষ্টি নিউজ.কম সম্পাদক ও প্রকাশক এবং সোনাহাট ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মো. মোখলেছুর রহমানের মা মোমেনা বেগম সোমবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার সকালের নাস্তার পর ঘর পরিস্কার করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করেন এবং পরে মারা যান।
বিকেলে পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ঈদ গাঁ মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক মোখলেছুর রহমানের মায়ের মৃত্যুতে ভূরুঙ্গামারী প্রেসক্লাব পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।