বিদ্যালয়ের জেনারেল শাখা থেকে ১৫ জন এবং ভোকেশনাল শাখা থেকে ৫ জনসহ মোট ২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন। জিপিএ-৫ প্রাপ্ত জেনারেল শাখার শিক্ষার্থীরা হলেন: আফিফা আক্তার, রাশিদা রহমান মাফি, প্রিয়াংকা বিশ্বাস, ইলমি আরা খান, মরিয়ম ইসলাম মুনিরা, শ্রাবনী কর্মকার, সুবহা জারিন, পায়েল আক্তার, মুনতাকা আরাবি, তারানা খান, সুরাইয়া আফরিন, মুনতাহা জহির মুনিয়া, রাইশা, শারিয়া ইসলাম ও নাজাত ইসলাম স্মরণ। ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা হলেন: অনামিকা হালদার, তাজনুর, মালিহা, আফসানা ও মারিয়া।
বিদ্যালয়ের এ ধারাবাহিক সাফল্যে শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং অভিভাবকেরা আনন্দিত ও গর্বিত। শিক্ষার্থীরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তাদের অভিভাবক, শিক্ষক ও ম্যানেজিং কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তার জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, ক্লাসে উপস্থিতি, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতনতা এই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলমগীর হোসেন তালুকদার সকল কৃতী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গোলাম সারওয়ার আমৃত্যু এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন এবং তার সময় থেকেই এ বিদ্যালয়ের সাফল্যের যাত্রা শুরু হয়।