প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৮:৩১
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ময়ুর মিয়া (৭০)। গত বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ি থেকে স্থানীয় বাজারে যান তিনি। এরপর রাতে আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান। একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।