কাল থেকে সুলভ মূল্যে ইলিশ বিক্রি শুরু করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
সামির আসাফ, প্রতিনিধি ( ঢাকা )
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৮:০২ অপরাহ্ন
কাল থেকে সুলভ মূল্যে ইলিশ বিক্রি শুরু করছে সরকার

রোববার থেকে ক্রেতাদের নাগালের মধ্যে ইলিশ আনতে কেজিপ্রতি ৬০০ টাকায় মাছ বিক্রি শুরু করবে সরকার। এই ইলিশের ওজন হবে ৪৫০ থেকে ৮৫০ গ্রাম। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) শনিবার জানিয়েছে, এই কার্যক্রমের মাধ্যমে মোট ৮৫০ কেজি ইলিশ বিক্রি করা হবে। কারওয়ান বাজারের বিএফডিসি ভবনের মৎস্যবিতানে এই কর্মসূচি পরিচালিত হবে।  


রোববার দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের উদ্বোধনের মাধ্যমে ইলিশ বিক্রি শুরু হবে। বিএফডিসির পরিচালক অদ্বৈত চন্দ্র দাস জানিয়েছেন, এই মাছ আগে এলে আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হবে। তিনি আরও জানান, মাত্র এক সপ্তাহের মধ্যেই পুরো স্টক বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।  


বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এনাম চৌধুরী বলেছেন, মানুষের জন্য সুলভ মূল্যে ইলিশ সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো লাভ ছাড়া পরীক্ষামূলকভাবে ইলিশ বিক্রির এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এই কার্যক্রম সফল হলে ভবিষ্যতে বড় পরিসরে এ ধরনের উদ্যোগ নেওয়া হবে।  


ইলিশের দাম গত কয়েক মাস ধরেই সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে। বাজারে মাছের দাম বৃদ্ধি পাওয়ায় অনেক ক্রেতা ইলিশ কেনা থেকে বিরত থাকছেন। এমন পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  


বিএফডিসি জানিয়েছে, ক্রেতাদের মধ্যে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য। বাজারের তুলনায় কম দামে ইলিশ সরবরাহ করা হলে তা সাধারণ মানুষকে স্বস্তি দেবে। পাশাপাশি এটি মৎস্য শিল্পের উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।  


তবে এই কর্মসূচি সফলভাবে পরিচালনার জন্য কঠোর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অনেক ক্ষেত্রে সুলভ মূল্যের পণ্য কালোবাজারে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। তাই এই ইলিশ সত্যিই সাধারণ মানুষের কাছে পৌঁছে কিনা, তা নিশ্চিত করতে সরকারের বিশেষ নজরদারি প্রয়োজন।  


অনেক ক্রেতা মনে করছেন, যদি এই উদ্যোগের মাধ্যমে ভালো মানের ইলিশ পাওয়া যায়, তবে এটি দেশের মৎস্য শিল্পের জন্য একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। তবে সীমিত পরিমাণের কারণে অনেকেই হয়তো এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।  


সরকারের এই পদক্ষেপ ইলিশ মাছের চাহিদা পূরণে সাময়িক হলেও একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পরীক্ষামূলক এই কর্মসূচি ভবিষ্যতে বড় পরিসরে চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলে আরও বেশি মানুষ এর সুফল পাবে বলে আশা করা হচ্ছে।