"এমন নেতা পৃথিবীতে আর নেই" ড. ইউনূসের যোগ্যতা প্রসঙ্গে ইবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
রবিউল আলম-ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া
প্রকাশিত: শনিবার ১৮ই জানুয়ারী ২০২৫ ০৭:৫৬ অপরাহ্ন
"এমন নেতা পৃথিবীতে আর নেই" ড. ইউনূসের যোগ্যতা প্রসঙ্গে ইবি উপাচার্য

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, "গণমাধ্যম যুগে যুগে বিপ্লব ও আন্দোলনের সফলতার জন্য যে অবদান রেখেছে, তা অবিস্মরণীয়।" তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশকে শোষণমুক্ত, বৈষম্যহীন ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠন করার জন্য সাংবাদিকদের কলমের মাধ্যমে সমাজের পরিবর্তন আসবে।


শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইবি সাংবাদিক সমিতি।


উপাচার্য বলেন, বিপ্লবের যাঁরা অগ্রসৈনিক, তাঁদের কর্মযজ্ঞের ফলাফল একদিন দেখতে চাওয়ার প্রাক্কালে তাঁদের যেকোনো প্রচেষ্টা সম্মানিত হওয়া উচিত। তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের জন্য ধৈর্য ধারণ করতে হবে, কারণ একটি রাষ্ট্র যন্ত্র একদিনে পরিবর্তন হতে পারে না। "আমরা ১৬ বছর ধৈর্য ধারণ করেছি, তবে দেশের সংস্কারের জন্য আরও সময় দিতে হবে," বলেন তিনি।


তিনি আরও উল্লেখ করেন, "ড. ইউনূসের মতো অর্থনীতিবিদ ও ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই।" শেষে, ইসলামী বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য পূরণের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "আমরা সবাই মিলে সবার উন্নতির জন্য কাজ করবো।"


এদিকে, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ইবিসাসের সাবেক সভাপতি অধ্যাপক ড. হোসাইন আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম।