মাদারীপুরের ডাসারে সরকারি জমি দখল: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
মোঃ আতিকুর রহমান আজাদ,উপজেলা প্রতিনিধি কালকিনি (মাদারীপুর)
প্রকাশিত: রবিবার ৫ই জানুয়ারী ২০২৫ ০৩:৩৭ অপরাহ্ন
মাদারীপুরের ডাসারে সরকারি জমি দখল: প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

মাদারীপুরের ডাসার উপজেলায় সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ নিয়ে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেছেন স্থানীয় সচেতন মহল।  


জানা গেছে, ডাসার উপজেলার ৩৩ নং ধামূসা মৌজার ১ খতিয়ানে খাস খতিয়ানভুক্ত ৭২১ নং দাগে খাল এবং ৭২৮ নং দাগে রাস্তার ওপর প্রভাবশালী সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন পাকা ভবন নির্মাণ শুরু করেন। এতে পানি নিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ খালটি ভরাট হয়ে যাচ্ছে।  


স্থানীয়রা জানান, প্রায় এক যুগ ধরে এই এলাকায় সরকারি জমি দখল অব্যাহত রয়েছে। নতুন করে পাকা ভবন নির্মাণ শুরু হলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ রয়েছে, প্রশাসন প্রাথমিকভাবে নির্মাণকাজ বন্ধ করলেও পরে কোনো পদক্ষেপ ছাড়াই নির্মাণ চলতে দিয়েছে।  


ডাসার কাঁঠালা বাজারের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল আলম লাহিদ বলেন, এই খালটি পানি নিষ্কাশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সংরক্ষণ করে দোকান বরাদ্দ দিলে সরকার বিপুল রাজস্ব আয় করতে পারে।  


ডাসার উপজেলা ভূমি সার্ভেয়ার মো. দেলোয়ার হোসেন জানান, সরকারি খাল ও রাস্তার কিছু অংশে স্থাপনা রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে, এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।  


উপজেলা নির্বাহী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, সার্ভেয়ার প্রতিবেদন জমা দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  


অন্যদিকে, অভিযুক্ত সৈয়দ শাহআলম বলেন, যদি প্রমাণিত হয় যে ভবনটি সরকারি জমিতে নির্মিত হয়েছে, তবে তিনি তা ভেঙে ফেলবেন।  


স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নির্লিপ্ততায় এ ধরনের ঘটনা বাড়ছে। দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি জমি রক্ষা করার আহ্বান জানিয়েছেন তারা।