নওগাঁর আত্রাই উপজেলার খনজোর গ্রামে বসতবাড়ি ভাঙচুরের মামলার বাদি হেলাল উদ্দিনকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী হেলাল উদ্দিন এ বিষয়ে আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, খনজোর গ্রামের আয়েন উদ্দিনের ছেলে হেলাল উদ্দিনের সঙ্গে একই গ্রামের আহাদ আলী সরদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গত ৭ আগস্ট প্রতিপক্ষের লোকজন হেলাল উদ্দিনের বাড়ি ভাঙচুর করে এবং ঘরের মালামাল লুটপাট করে। এ ঘটনায় হেলাল উদ্দিন বাদি হয়ে নওগাঁ আদালতে ১৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বাদিকে নানাভাবে হুমকি দিতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ২৯ ডিসেম্বর সন্ধ্যায় হেলাল উদ্দিন তার ভাঙচুরকৃত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অভিযুক্তরা তাকে মারধর করে এবং তার কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ঘটনায় হেলাল উদ্দিন খনজোর গ্রামের আহাদ আলীর ছেলে মঞ্জুর রহমানসহ তিন জনের বিরুদ্ধে আত্রাই থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন জানান, অভিযোগ তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী হেলাল উদ্দিন ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আইনগত পদক্ষেপের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।