মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৫শে ডিসেম্বর ২০২৪ ০৭:৪০ অপরাহ্ন
মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী

পটুয়াখালীর কুয়াকাটায় মুসুল্লিয়াবাদ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ১ম পুণর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (২৫ ডিসেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টায় এর আনুষ্ঠানিকতা শুরু হয়। নানা আয়োজনের মধ্য দিয়ে পুণর্মিলনী অনুষ্ঠান চলবে রাত পর্যন্ত। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র মোঃ জাহাঙ্গীর মুসুল্লি।  প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক জাহাঙ্গীর হোসাইন। 


বিশেষ অতিথি ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার মজিবুর রহমান,কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খাঁন, মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি প্রমুখ।


জানা যায়, ১৯৬৯ সালে এই প্রতিষ্ঠানটি স্থাপিত করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবারের মতো পুণর্মিলনীর আয়োজন করা হয়। এতে অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।