মৌলভীবাজারে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
এহসান বিন মুজাহির জেলা প্রতিনিধি , মৌলভীবাজার
প্রকাশিত: বুধবার ২৫শে ডিসেম্বর ২০২৪ ০৮:০৬ অপরাহ্ন
মৌলভীবাজারে সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

মৌলভীবাজারে গত ২৫ ডিসেম্বর (বুধবার) দুপুরে সাংবাদিকদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব আয়োজিত একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ-কে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্সের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এ মানববন্ধন আয়োজন করা হয়।


মানববন্ধনে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কণ্ঠ জেলা প্রতিনিধি মো. মশাহিদ আহমদ সভাপতিত্ব করেন এবং সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার সঞ্চালনা করেন। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা, স্থানীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের সদস্যরা।


এডভোকেট স্বপন কুমার দেব, মো. জাফর ইকবাল, জোসেপ আলী চৌধুরী, অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, তাওহীদ ইসলাম, আলী হোসেন রাজন, আক্তার হোসেন সাগর, মাওলানা শরীফ আহমদ, তোফাজ্জল হোসেন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতা এবং মানুষের বাক স্বাধীনতার উপর আক্রমণ। তারা অনতিবিলম্বে ডেসকো প্রকৌশলী প্রিন্সের চাকরি বাতিল এবং তাকে গ্রেফতারের দাবি জানান।


উল্লেখ্য, ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্স দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করছেন বলে অভিযোগ রয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে হুমকি দেওয়ার কারণে তিনি আলোচনায় আসেন। তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর তিনি ক্ষুব্ধ হয়ে মোবাইল ফোনে নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদকে প্রাণনাশের হুমকি দেন।


অভিযোগের মধ্যে রয়েছে, তিনি ডেসকোতে চাকরি গ্রহণের পর রাজনৈতিক প্রভাব খাটিয়ে লাখ লাখ টাকা আয় করেছেন। তার স্ত্রীর নামে একটি প্রতিষ্ঠান “লাবনী এন্টারপ্রাইজ” গড়ে উঠেছে, যেখানে ডেসকোর গ্রাহকরা সেবা নিতে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হন। এছাড়া, তিনি নানা ধরনের অনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোটি কোটি টাকা উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।


এই মানববন্ধনে বক্তারা ডেসকো প্রকৌশলী মারুফ সাদিক প্রিন্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, কোনোভাবেই সাংবাদিকদের উপর হুমকি-ধামকি চলতে দেওয়া যায় না।