হাকিমপুর পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: সোমবার ২৩শে ডিসেম্বর ২০২৪ ০৫:১৩ অপরাহ্ন
হাকিমপুর পৌরসভার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

তীব্র শীতের মধ্যে দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর পৌরসভার উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পৌর প্রশাসনের আয়োজনে তিন শতাধিক পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।  


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন পৌর প্রশাসক ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন হাকিমপুর পৌরসভার সচিব, সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম।  


কম্বল হাতে পেয়ে এক বৃদ্ধা বাসিন্দা, আজিমন বিবি, আবেগাপ্লুত হয়ে বলেন, "শীতের জন্য খুব কষ্ট করছিলাম। কম্বল পেয়ে অনেক ভালো লাগছে। যারা এই কম্বল দিলেন, আল্লাহ তাদের মঙ্গল করুক।"  


পৌর প্রশাসক অমিত রায় জানান, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, "শীতকালে সবচেয়ে বেশি কষ্ট পায় দরিদ্র ও ছিন্নমূল মানুষ। তাদের কষ্ট লাঘবে সরকারের পক্ষ থেকে এই কম্বল বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।"  


তিনি সমাজের বৃত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  


উল্লেখ্য, হাকিমপুর পৌরসভার এই উদ্যোগে শীতার্ত মানুষ কিছুটা হলেও উষ্ণতার পরশ পেয়েছে। এছাড়া এ ধরনের কার্যক্রম দরিদ্র মানুষের জীবনে স্বস্তি এনে দেয়।