খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মো. হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার একটি গাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হানিফ জামতলী হেডম্যান পাড়া এলাকার বাসিন্দা জালাল উদ্দিন মীরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হানিফ। রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত যুবক সম্প্রতি মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। তবে তার আত্মহত্যার কারণ নিয়ে এলাকায় নানা গুঞ্জন শোনা যাচ্ছে।
এদিকে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করতে এবং এর পেছনের কারণ উদঘাটনে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।