গোপালপুরে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
মোঃ নুর আলম উপজেলা প্রতিনিধি - গোপালপুর , টাঙ্গাইল
প্রকাশিত: শুক্রবার ২০শে ডিসেম্বর ২০২৪ ০৭:৪৯ অপরাহ্ন
গোপালপুরে ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সূতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এই বৃত্তি পরীক্ষায় উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম ও ৮ম শ্রেণীর ৭শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।


বৃত্তি পরীক্ষা উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর মহাপরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার, প্রকৌশলী মো. আ. লতিফ, বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি শেখ মো. জোবায়েরুল হক, প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন, এবং ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিন আজাদসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।


বৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করা এবং তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের সেরা মেধা প্রদর্শন করার চেষ্টা করে। আয়োজকরা জানান, পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের গোল্ড মেডেল, ক্রেস্ট, সনদ এবং নগদ অর্থ পুরস্কৃত হিসেবে প্রদান করা হবে।


এ সময় বক্তারা বলেন, এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের জন্য এক বড় সুযোগ, যা তাদের শিখন প্রক্রিয়াকে আরও মজবুত করবে এবং ভবিষ্যতে দেশের জন্য ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন তাদের উদ্যোগের মাধ্যমে শিক্ষার প্রসারে ভূমিকা রেখে যাচ্ছে এবং গোপালপুরের শিক্ষার্থীদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।


এদিকে, উপস্থিত অভিভাবকরা এ ধরনের উদ্যোগের জন্য ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতেও এই ধরনের বৃত্তি পরীক্ষা অব্যাহত থাকবে।